ক্যামোফ্লাজ


—যুবক অনার্য

যতো দূরে যাও-তুমি-তারও বেশি কাছে,
মাঝখানে সাঁকো- পারাপারহীন
যে প্রেম বিরহ-উনুনে জ্বেলেছে আগুন
সাঁকোর ষড়যন্ত্র তাকে
নেভাতে পারেনি কোনোদিন
রাতের আঁধারে সে যে ভোরের কূজন-
যেন বা হরিণ এক ডোরাকাটা দাগ
চিতার তীব্র চোখে ধূলো দিয়ে বাঁচে
যেরকম তুমি আমি
বেঁচে আছি ক্যামোফ্লাজ করে;
না- বাঁচার কথা আজ থাক।

লেখক পরিচিতি :যুবক অনার্য। জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৭৮, র‍্যাংকিন স্ট্রিট ওয়ারী,ঢাকা,বাংলাদেশ। লেখাপড়া- ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।পেশা: শিক্ষকতা। প্রকাশিত গ্রন্থ – চার্বাক লেনে দ্বিভাষিক পায়ের ছাপ (কাব্য,বইমেলা ২০০৭);স্তব্ধতার বৈরী কররেখা (কাব্য,বইমেলা ২০১২);
A Modernizer of Pastoral Poetry ( Essay book: Dhaka International Book Fair 2010).
অধিবাস:  মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ইমেইল: jubakanarjo@gmail.com

ফোকাস মোহনা.কম