জন্ডিস ও লিভার কান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হতদরিদ্র প্রিয়লাল সরকার (৪৫)। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের কোয়রকান্দি গ্রামের ১১৫ বছর বয়সী বয়োবৃদ্ধ যদুলাল বাইনের তৃতীয় পুত্র।
ডাক্তারের পরামর্শে নিয়মিত কেমো থেরাপি-রেডিও থেরাপি দিলে তাকে বাঁচানো সম্ভব। নিজ জেলা চাঁদপুরে চিকিৎসা শেষ করে, বর্তমানে রাজধানীর একটি বে-সরকারী হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন রয়েছেন।
ওই চিকিৎসক জানান- নিয়মিত চিকিৎসা নিলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু” -ভুপেন হাজারিকার গানটি সামনে রেখে এদেশের বিত্তবানদের কাছে বাবাকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন প্রিয়লাল সরকার এর নাবালক ছেলে পিয়াস সরকার।
পিয়াস বলেন- আর্থিক সংকটের কারণে আমরা এখনও ওনার কেমোথেরাপির শুরু করতে পারি নাই। তাই দেশবাসীর বিত্তবানদের কাছে বাবার চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি; আপনার একটি টাকার চিকিৎসায় বাঁচাতে পারে আমার বাবার জীবন।ভালোবাসার এই পৃথিবীতে ভালোবাসার মানুষের জন্যে আমরা কত কিছুই না করতে পারি। সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিন একটি অসহায় পরিবারের জন্যে। আমার বাবা সুস্থ হয়ে উঠলে বেঁচে যাবে একটি পরিবার। হতদরিদ্র পিতার চিকিৎসার্থে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সাহায্য সহযোগীতা নিয়ে চিকিৎসা সেবা দিয়েছিল। তাকে ঢাকা পিজি হসপিটালে ভর্তি করার কথা বললেও টাকার অভাবে ভর্তি করাতে পারছেন না দরিদ্র পরিবারটি। সব মিলিয়ে এ পর্যন্ত পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে গেছে পিতার চিকিৎসা করাতে। হতদরিদ্র পিতার পক্ষে ব্যয় বহুল চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খেয়ে নিদারুন কষ্টে মানবেতর জীবনযাপন করছে অসহায় পরিবারটি। অথচ পুরোপুরি সুস্হ করে তুলতে এখনো প্রায় ছয় লক্ষ টাকা দরকার; যা জোগাড় করা অসহায় পরিবারটির পক্ষে কোন রকমই সম্ভব নই। সব মিলিয়ে সংসার চালাতেই নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। সেখানে ক্যান্সার রোগীর চিকিৎসা অসহায় পরিবারের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আত্মীয় স্বজন, গ্রামবাসী ও নিজের কষ্টার্জিত টাকায় চিকিৎসা সেবা চালিয়েছি। আর তো সম্ভবপর হচ্ছেনা। এমতাবস্থায় পিতার চিকিৎসা সেবা চালাতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিনীত অনুরোধ জানিয়েছেন একমাত্র নাবালক সন্তান। তাই মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করতে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হোন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
প্রিয়লাল চন্দ্র সরকার
মোবাইল নং- 01918-621161 (পার্সোনাল বিকাশ নম্বর)