কোয়রকান্দিতে শ্রী শ্রী কালীপূজা ও তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ৭ জানুয়ারি

আসছে ৭ জানুয়ারি হতে ১১ জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচীর মধ্যদিয়ে কোয়রকান্দি যুব সংঘ ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির যৌথ উদ্যোগে শ্রী শ্রী রক্ষাকালী পূজা, ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাৎসরিক স্মৃতি তর্পণোৎসব ও দেশমাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় ১৬ প্রহরব্যাপী  শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজক সদস্য অমল চন্দ্র সরকার।
তদুপলক্ষে ১২ পৌষ (৭ জানুয়ারি ২০২৩) শনিবার রাত ১২:০১ ঘটিকায় কোয়রকান্দি সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা এবং দ্বিতীয়দিন ১৩ পৌষ (৮ জানুয়ারি ২০২৩) রবিবার সকাল ১০টায় কোয়রকান্দি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম প্রাঙ্গণে ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার স্মৃতি তর্পণোৎসব ও মেলা শেষে বিকেল ৫টায় আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ।
এরপর সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন শেষে রাত ৯টায় কোয়রকান্দি প্রয়াত সুভাষ মাষ্টারবাড়ীতে স্থাপিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণ অস্থায়ী মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভগবত গীতা পাঠান্তে শুভ অধিবাস কীর্তন,  মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তন এবং তৃতীয় ও চতুর্থদিন ২৪ ও ২৫ পৌষ (৯ ও ১০ জানুয়ারি ২০২৩) সোম ও মঙ্গলবার ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান এবং পঞ্চমদিন ২৬ পৌষ (১১ জানুয়ারি ২০২৩) বুধবার শ্রী শ্রী রাধা-কৃষ্ণের লীলা কীর্তন এবং দুপুর ১২টায় শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও ভোগারতি কীর্তন শেষে উৎসবে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
সবশেষে নগর কীর্তন,  কুঞ্জভঙ্গ, জলকেলি ও মোহন্ত বিদায়। এতে নামসূধা পরিবেশন করবেন- বরিশাল হতে আগত শ্রী শ্রী বৃন্দাজি সম্প্রদায়, সাতক্ষীরা শ্রী শ্রী ব্রজগোপি সম্প্রদায়, নীলফামারী শ্রী শ্রী সোনার গৌর সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রী শ্রী মা বিজয় লক্ষ্মী সম্প্রদায়, সাতক্ষীরা শ্রী শ্রী ব্রজ সখী সম্প্রদায় ও শ্রী শ্রী কৃষ্ণ কাঙ্গাল সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘ।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম