
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ২ নং ওয়ার্ড সংলগ্ন মধ্য বাখরপুর মরহুম করিম উদ্দিন মুন্সী শেখ বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২মার্চ) বাদ আসর স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগকে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতের আমির ও জেলা- দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা এডভোকেট শাহজাহান খান।
এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন এই রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে। রমজান মাস হল তাকওয়া অর্জন ও ইবাদতের মাস। তাকওয়া অর্জনের মাধ্যমে এই দেশ এবং সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, কোরআনের শিক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করলে সমাজে ন্যায়, ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, এবং দুর্নীতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। যদি একটি দেশ কোরআন ও ইসলামের নীতিমালা অনুসরণ করে, তবে সে দেশে মানুষের অধিকার, দায়িত্ব এবং ন্যায়বিচারের সঠিক বাস্তবায়ন সম্ভব হবে, তাহলেই অন্যায় ও অবিচার অবশিষ্ট থাকবে না। এভাবে যদি দেশ কোরআনের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়, তবে অন্যায় ও অবিচার কারি এই দেশে কোন স্থান পাব না।
মরহুম করিম উদ্দিন মুন্সি শেখবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এম ওমর ফারুক এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা বাজার নড়িয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ইব্রাহিম সাহেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা ওসমান গনি, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা তোফায়েল আহমেদ প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির সদস্য মাস্টার সৈয়দ আহমদ পাটোয়ারী মোঃ জাকির পাটোয়ারী মোঃ হাবিব খান মোঃ হাবিব মাঝি শাকিল হাওলাদার মুরাদ বেপারী সহ স্থানীয় এলাকাবাসী ও তুরুণরা।
ইফতার মাহফিলে আলোচনা শেষে ফিলিস্তিন সহ বিশ্বের মুসলমানের নাজাত শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গনি পাটোয়ারী।
ফম/এমএমএ/