চাঁদপুর: সারাদেশের ন্যয় চাঁদপুর জেলায়ও কোভিড-১৯ আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে। ইতোমধ্যে শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আক্রান্ত হয়েছেন। তারই আলোকে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরে কোভিড-১৯ নিয়ন্ত্রণ সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে অনলাইন প্লাটফর্মে (ভার্চ্যুয়ালী) এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
সভায় উদ্ভুত কোভিড পরিস্থিতিতে ভ্যাক্সিনেশন কার্যক্রম ত্বরান্বিত করাসহ সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় চাঁদপুরের সিভিল সার্জন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এই সংক্রান্ত জেলা কমিটির সদস্যবৃন্দ ভার্চ্যুয়ালী যুক্ত থেকে বিভিন্ন পরামর্শ দেন।
এদিকে, ২৩ জানুয়ারি চাঁদপুরে ৩০৪ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭.৫%।
ফম/এমএমএ/