কেন্দ্রিয় নেতাদের স্বাগত জানিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী রোমানের পক্ষে মিছিল

চাঁদপুর: আগামী ১১ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে কেন্দ্রিয় নেতৃবৃন্দদের স্বাগত জানিয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের পক্ষে শহরে মিছিল বের করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর)  সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রঙ্গন থেকে মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের শপথ চত্তর, জোড়পুকুর পাড়, নতুন বাজার, ছায়াবানী মোড়, হাজী মহসীন রোড, চিত্রলেখা, হাসান আলী রোড, হাকার্স মার্কেট এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় জেলা, সদর, পৌর যুবলীগ, জেলা, সদর, শহর, কলেজ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/      

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম