কথায় আছে ‘মাঘের শীতে বাঘে কাঁপে’। কিন্তু মাঘ মাসের ১০দিন অতিবাহিত হলেও শীতের তীব্রতা কিন্তু ওই পরিমাণ বৃদ্ধি হয়নি। তারপরেও শীতের সকালটা অন্য রকম। কুয়াশা কম বেশী থাকবেই। বিশেষ করে গ্রামাঞ্চলের সড়ক ও খোলা মাঠে কুয়াশার কারণে কিছুই চোখে দেখা যায় না। কয়েক হাত দুরে কি আছে সেটা অনুভব করা কিংবা দেখা যায় না।
তবে রবিবার (২৩ জানুয়ারি) ভোরে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকা ডাকাতিয়া নদীর পাড়ে দেখাগেছে সূর্যের এক অপরূপ দৃশ্য। মনে হয় কুয়াশা বেধ করে উঁকি দেয়া সূর্যের রশ্মি ডাকাতিয়ার পানিতে নিভু নিভু বাতি। এমন দৃশ্য খুব কম সময়ে চোখে পড়ে। প্রাকৃতিক এমন দৃশ্য যে কোন মানুষের নজর কাড়বে। অল্প সময়ের জন্য হলেও ভাল লাগবে।
ছবি ও প্রতিবেদন: সিনিয়র করেসপন্ডেন্ট