কুরআন ও হাদিসের আলোকে প্রত্যেকের জীবন গঠন করার আহবান

চাঁদপুর আউটার স্টেডিয়ামে দশ হাজার মুসল্লীর অংশগ্রহনে ঈদুল ফিতরের জামায়াত

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর : চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লীর অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতর এর নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় ছিলো জামায়াতের নির্ধারিত সময়। এর আগেই শহরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা মাঠে এসে উপস্থিত হন। আবহাওয়া অনুকুলে থাকায় খুবই মনোরম পরিবেশে মুসল্লীরা নামাজ আদায় করেন।

নামাজে ইমামতি করেন প্রখ্যাত আলেম, চাঁদপুর সরকারি কলেজ শেরেবাংলা ছাত্রাবাস মসজিদের খতিব ও ফরিদগঞ্জ চান্দ্রা সামাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনম মুহিবুল্লা।

তিনি ঈদ জামায়াত পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে হেদায়তমূলক বক্তব্য দেন। কুরআন ও হাদিসের আলোকে প্রত্যেকের জীবন গঠন করার আহবান জানান। তিনি বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজান আমাদেরকে কী শিক্ষা দিল। এটি অনুভুব করবেন, যখনই আপনার মাঝে পরিবর্তন আসবে। আপনার আচার আচরণ যদি আগের মতই থাকে তাহলে আর আত্মশুদ্ধি কাজে আসল না।

নামাজ ও খুৎবা শেষে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আউটার স্টেডিয়াম ঈদ জামায়াত কমিটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী সেলিম আকবর। তিনি বলেন, সকলের সহযোগিতায় আমাদের এই ঈদ জামায়াতের আয়োজন। আগামী ঈদে জামায়াতের আয়োজন আরো বৃদ্ধি করার চেষ্টা করা হবে। আশা করি সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও কমিটির উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী নজরুল ইসলাম আলম। তিনি আগামী ঈদুল আযহার জামায়াতের সময় মাঠে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করার অঙ্গীকার করেন।

নামাজ শেষে দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধি, মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে মুল্লীরা একে অপরের সাথে কুশল বিনিময় করে।

ঈদগা কমিটির সাধারন সম্পাদক শাহজাহান পাটওয়ারী, উপদেষ্টা প্রফেসর মামুনুর রশিদ, আব্দুর রশিদ সর্দার, সহ সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, কামাল মুন্সি, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট রিপন আহম্মেদ, মাহমুদ আহমেদ মিঠু, সোহেবুর রহমান, গোলাম মুর্তজা চৌধুরী আপেল, অ্যাডভোকেট আকতার সরকার, সাংগঠনিক সম্পাদক মিজান লিটন, প্রচার সম্পাদক শরীফ সরকার, সদস্য ছানাউল্লা, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর, চয়ন ও বেলাল এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম