চাঁদপুর: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে কুমিল্লা স্টেডিয়ামে চলছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩। টুর্নামেন্টে অংশ নেওয়া চাঁদপুর জেলা দল ৩য় ম্যাচেও জয়লাভ করেছেন । কাল শেষ ম্যাচে লক্ষ্মীপুরের মুখোমুখি হবে চাঁদপুর জেলা দল।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শনিবার ( ২৩ শে ডিসেম্বর ) টুর্নামেন্টের খেলায় অংশ নেয় চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া অনুর্ধ ১৪ ক্রিকেট দল । খেলায় ব্রাহ্মণবাড়িয়ার সাথে চাঁদপুরের দলটি ৭৬ রানে জয়লাভ করে।
কুমিল্লা স্টেডিয়ামে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর জেলা ক্রিকেট দল। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করেন ।দলের পক্ষে ব্যাট হাতে ফারহান সর্বোচ্চ ৩৭ ও তাহমিদ ৩৪ রান করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল ১৪৫ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ২৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৬৮ রান করেন। বল হাতে চাঁদপুরের পক্ষে ফাহিম ও ফারহান ৩ টি করে উইকেট নেন।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়: সিয়াম, সাজু, শাওন , ফাহিম, সাঞ্জিদ, শ্রাবণ, অন্তর, ইরফান, আরফান ,তামিম, সাজিদ, খোরশেদ ,নিরব ,নিজন রিয়াদ।
ফম/এমএমএ/