কুমিল্লা শ্রী শ্রী রাসস্থলীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৮৩তম রাসোৎসব অনুষ্ঠিত

কুমিল্লা: গত ১৭ নভেম্বর বুধবার হতে ২০ নভেম্বর শনিবার (প্রাতে) পর্যন্ত কুমিল্লা রাণীরবাজার শ্রী শ্রী রাসস্থলীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৮৩তম রাসোৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল- ১৭ নভেম্বর অপরাহ্ন ৩:০০ ঘটিকা হতে বেদবাণী পাঠ ও শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গ আলোচনা শেষে গঙ্গা আবাহন, অধিবাস, শ্রী শ্রী নামযজ্ঞ আরম্ভ এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা।
এরপরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীনাম প্রদান শেষে শ্রী শ্রী ঠাকুরপূজা ও ভোগ আরতি, শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও শ্রী শ্রী রাস পূজা এবং ১৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শ্রীনাম প্রদান শেষে ঠাকুরপূজা, ভোগ আরতি ও মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় শ্রীশ্রী সত্য নারায়ণ পূজা এবং ২০ নভেম্বর শনিবার ভোর ৫ টায় শ্রী শ্রী নামযজ্ঞ সমাপন। এতে নামসূধা পরিবেশন করেন- শ্রী শ্রী গোষ্ঠ গোপাল সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়।  এ সময় উপস্থিত ছিলেন- দেশের বিভিন্ন জেলা-উপজেলা হতে আগত হাজারো ভক্ত-শ্রোতাদর্শক।
উক্ত উৎবানুষ্ঠান শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে উদযাপন করতে পেরে কুমিল্লাবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উৎসব উদযাপন কমিটি।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম