কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যাবস্থপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যাবস্থপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর (৬) আসনে সংসদ সদস্য ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যাবস্থপনা কমিটির কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা করে এবং চিকিৎসা বিষয়ে মতামত ব্যাক্ত করেণ।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সক্কু, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন, বিএমএর সভাপতি ডা, মোঃ শহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাচিবের সাধারন সম্পাদক ডা, মোরশেদুল আলম।
ফম/এমএমএ/