কুমিল্লা: গত ১৯ জানুয়ারি হতে ২১ জানুয়ারি তিনদিনব্যাপী কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন রহিমপুরস্থিত অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠিত অযাচক আশ্রমে আগমনী উৎসব সম্পন্ন হয়।
তদুপলক্ষে অনুষ্ঠানসূচীর মধ্যে প্রথমদিন সন্ধ্যা সাড়ে ৬টায় হতে যথাক্রমে মঙ্গল শঙ্খধবনি ও সমবেত প্রেমধ্বনি শেষে আগমনী উৎসবের অধিবাস দিবসের সমবেত উপাসনা এবং দ্বিতীয়দিন ভোর হতে মঙ্গল শঙ্খধবনি ও সমবেত প্রেমধ্বনি শেষে নবীনযুগের নববেদ পবিত্র অখণ্ড সংহিতা পাঠ, আরতি স্তোত্র গান, হরিওঁ কীর্তন আরম্ভ, গৃহে গৃহে হরিওঁ কীর্তন পরিবেশন, সমবেত ব্রহ্মগায়ত্রী গীতা, নীরব নাম জপযজ্ঞ, স্বরূপানন্দ সাহিত্য থেকে শিশু কিশোরদের আবৃতি, যৌগিক আসন-মুদ্রা প্রদর্শনী, স্বরূপানন্দ সঙ্গীত।
এরপর ধার্মিকতাই জগতের সকল সমস্যার প্রকৃত সমাধান বিষয়ক আলোচনা সভা শেষে সন্ধ্যায় সান্ধ্য কীর্তনাঞ্জলী ও স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান।
তৃতীয়দিন শুক্রবার ভোর সাড়ে ৫ টায় হরিওঁ কীর্তন শুরু। এরপর শ্রী শ্রী অখণ্ড সংহিতা পাঠ, সমবেত উপাসনা, মহাপ্রসাদ বিতরণ, হরিওঁ কীর্তন সমাপন শেষে সমবেত উপাসনার মধ্যদিয়ে উৎসবের শুভ সমাপ্তি ঘোষণা।
ফম/এমএমএ/শাপ/