
কুমিল্লা: গত ২৪ ও ২৫ শনি ও রবিবার দু’দিনব্যাপী কুমিল্লা মহানগরীর মহেশাঙ্গণে দু’দিন ব্যাপী শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ উদ্যোগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ৩০তম বাৎসরিক স্মৃতি তর্পণোৎসব অনুষ্ঠিত।
তদুপলক্ষে গত শনিবার সকাল ৭টায় নগর পরিক্রমা শেষে যথাক্রমে প্রাতঃকালীন পূজা, তুলসী প্রদান, বাল্যভোগ, পুষ্পাঞ্জলী, গীতাপাঠ ও বাল্যভোগের প্রসাদ বিতরণ করা হয়।
এরপর মহেশাঙ্গণ শ্রীমদ্ভগবদ্ গীতা নিষ্কাম কর্মযোগ শিক্ষালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের পরিবেশনায় গীতা পাঠ, শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের উদ্যোগে শিশু কিশোরদের ধর্মীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শেষে মুরাদনগর দারোরা জয় শ্রী লবকুশ সম্প্রদায় এর পরিবেশনায় রামায়ণ গান। এরপর মধ্যাহ্নে রাজভোগ এবং সন্ধ্যায় শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ উদ্যোগে সন্ধ্যারতি কীর্তন ও প্রদীপ প্রজ্জ্বলন শেষে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ প্রসঙ্গে ধর্মীয় আলোচনা সভা।
এতে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ এর সভাপতি ননী গোপাল পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী রবীন মুখার্জী এবং বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী শীতল চন্দ্র পাল, ঢাকা স্বামীবাগ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণুপদ ভৌমিক ও যুগ্ম সম্পাদক প্রকৌশলী শ্রী মনোজ কুমার রায় ও কুমিল্লা মহেশচ্যারিট্যাবল ট্রাস্ট এর ভারপ্রাপ্ত ট্রাস্টি এডভোকেট শ্রী স্বরূপ কান্তি দেব এবং আলোচনা করেন মহেশাঙ্গণ শ্রীমদ্ভগবদ্ গীতা নিষ্কাম কর্মযোগ শিক্ষালয়ের তত্ত্বাবধায়ক শ্রী শ্যামা প্রসাদ ভট্টাচার্য এবং স্বাগতভাষণ দেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক শ্রী হারাধন ভৌমিক। এতে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের কার্যকরী সদস্য শ্রী কমল চন্দ খোকনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের সভাপতি শ্রী নয়ন দেবনাথ। এরপর ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান “শ্রদ্ধাঞ্জলী”।
দ্বিতীয়দিন রবিবার পূর্বাহ্ন ৭টা হতে যথাক্রমে প্রাতঃকালীন পূজা, শ্রী শ্রী চন্ডিপূজা, তুলসী প্রদান, বাল্যভোগ ও পুষ্পাঞ্জলী প্রদান এবং রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ। এরপর সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন শেষে ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে চট্টগ্রাম হতে আগত বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সমাপ্তি দে এবং ঢাকা হতে আগত বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী (ম্যাজিক বাউলিয়ানা ২০২২) অর্ণব চক্রবর্তীর পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান “প্রাণাঞ্জলী” অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/