কুমিল্লা বার নির্বাচনে আইটি পদে আলোচনায় আছেন এড. তাপস

কুমিল্লা: আসন্ন কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আ’ওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল থেকে আইটি পদে মনোনয়নপ্রত্যাশী আলোচনায় আছেন কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিতি মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার।

বিশ্বস্তসূত্রে জানা যায়- গণসংযোগ ও ভোট প্রার্থনায় আইটি পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ০৪জন প্রার্থী। এরা হলেন সিনিয়র এডভোকেট মোহাম্মদ মহসিন ভূঁইয়া, এডভোকেট মোঃ আনোয়ার সা’দাত, এডভোকেট শিউলী ও এডভোকেট তাপস চন্দ্র সরকার।
এড. তাপস চন্দ্র সরকার একজন আইনজীবী-ই নন, তিনি একাধারে সংগঠক ও সংবাদকর্মী বটে।
নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা জেলা বারের একজন আইনজীবী বলেন- অন্যদল থেকে আওয়ামীলীগে এসে মনোনীত প্রার্থী হন তাহলে তিনি ভুল করবেন। জনগণ তাঁকে ভোট দেবেন না।
জানতে চাইলে এড. তাপস চন্দ্র সরকার বলেন- ছাত্রজীবন থেকে এখনো দলের জন্য কাজ করে যাচ্ছি।  দলের সঙ্গেই আছি। তা-ছাড়া আমি দুই যুগেরও বেশি সময় ধরে  স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদকর্মী হিসাবে কাজ করেছি। আশাকরি দল আমাকে মূল্যায়ন করবে। আমাকে দল মনোনয়ন দিলে এবং নির্বাচনে বিজয়ী হলে সকলের পরামর্শ নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো ।
এড. তাপস চন্দ্র সরকার ২০১০ সালের ১৬ ডিসেম্বর কুমিল্লা চান্দিনা উপজেলার ডুমুরিয়া গ্রামের নিবাসী সুবাস চন্দ্র মজুমদার এর একমাত্র তনয়া রিতা রাণী মজুমদার এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ব্যক্তিগত জীবনে একপুত্র-কন্যা সন্তানের জনক। তাঁর পিতা স্বর্গীয় নিখিল চন্দ্র সরকার ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য। তিনি ০৩ যুগেরও বেশি সময় ধরে কালিয়াজুরীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। তাঁর পৈত্রিক ভিটেমাটি ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা খাদেরগাঁও ইউনিয়নে লামচরী রমনী মোহন সরকার বাড়ী।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম