কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৯ মার্চ

কুমিল্লা :  আসছে ৯ মার্চ অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের ম্যানেজিং কমিটি নির্বাচন। তদুপলক্ষে গত পনেরো ফেব্রুআরি বুধবার তফসিল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের।
জেলা আইনজীবী সমিতির অফিস সূত্রে জানা যায়- ১৯ ফেব্রুআরি রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয় এবং ২০ ফেব্রুআরি সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা শেষে মনোনয়ন পত্র বাছাই। এরপর ২২ফেব্রুআরি বুধবার খড়সা প্রার্থী তালিক প্রকাশ এবং ২৩ ফেব্রুআরি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২৬ ফেব্রুআরি রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। এরমধ্য দুপুর সোয়া ১টা হতে পৌনে ২টা পর্যন্ত মধ্যহ্ন বিরতি।
আরও জানা যায়- ১) ১৫ ফেব্রুআরি চূড়ান্তভাবে ভোটার তালিকার অন্তর্ভুক্ত ভোটারগণ, প্রস্তাবকারী,  সমর্থনকারী ও প্রার্থী হইতে পারিবেন।
২) একই প্রার্থী একাধিক পদে প্রার্থী হইতে পারিবেন না।
৩) একই প্রস্তাবকারী বা সমর্থনকারী একই পদে একাধিক প্রার্থীর প্রস্তাবকারী বা সমর্থনকারী হইতে পারিবেন না। তবে সহ-সভাপতি ও সদস্য পদে নির্ধারিত সংখ্যক পদে প্রস্তাব বা সমর্থন করতে পারবেন।
৪) একজন প্রার্থী তিনটির বেশি মনোনয়নপত্র জমা দিতে পারিবেন না।
৫) মনোনয়নপত্রে ফটোকপি গ্রহণযোগ্য হইবে না।
৬) নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন মনোনয়নপত্র গৃহীত হইবে না।
৭) সহ-সভাপতি পদে ২টি ও সদস্য পদে ৫টি ভোট অবশ্যই পৃরদান করিতে হইবে। কম হলে ঐ পদের প্রদত্ত ভোট বাতিল হবে।
৮) কোন প্রকার মোবাইল ফোন সঙ্গে নিয়া ভোট কেন্দ্রে প্রবেশ করা যাইবে না। মোবাইলে ব্যালটের ছবি তোলা যাইবে না।
৯) মনোনয়নপত্র বিক্রয়ের প্রতিদিন অফিস চলাকালীন সময়ে সভাপতি পদে ৬,০০০/- (ছয় হাজার) টাকা, সহ-সভাপতি পদে ৪,০০০/- (চার হাজার) টাকা, সাধারণ সম্পাদক পদে ৬,০০০/- (ছয় হাজার) টাকা, সম্পাদকীয় পদে ৩,০০০/- (তিন হাজার) টাকা, সদস্য পদে ১,০০০/- (এক হাজার) টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাইবে।
সূত্রে আরো জানা যায়- ম্যানেজিং কমিটির কর্মকর্তাদের পদ ও পদের সংখ্যা নিম্নরূপ ১) সভাপতি-০১জন, ২) সহ-সভাপতি-০২জন, ৩) সাধারণ সম্পাদক-০১জন, ৪) সহ-সাধারণ সম্পাদক-০১জন, ৫) ট্রেজারার-০১জন, ৬) লাইব্রেরি -০১জন, ৭) সেক্রেটারি, এনরোলম্যান্ট অব এডভোকেটস্ ক্লার্কস এন্ড ফার্ণিচার, ৮) সেক্রেটারি, তথ্য ও প্রযুক্তি,  ৯) সেক্রেটারি,  রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার-০১জন, ১০) মেম্বার অব দি ম্যানেজিং কমিটি-০৫জন।
এদিকে, গত ১৫ ফেব্রুআরি ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান সিরাজকে আহবায়ক এবং সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ নূরুল ইসলাম ও লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট লোকমান আহাম্মদকে সদস্য করে ০৩ সদস্য বিশিষ্ট জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন পরিচালনা সাব-কমিটির তালিকা প্রকাশ করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
অপরদিকে, জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট শাহজাহান সিরাজ বলেন- ৩০ পৃষ্ঠার চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ১২২১জন ভোটারের মধ্যে ১৯৬২ সালের ৩০ জুন কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত সিনিয়র এডভোকেট বদিউল আলম ভোটার তালিকার ১ নম্বর ভোটার এবং চলতি বছর ৩১ জানুয়ারি জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত নবীন এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া হলেন সর্বশেষ ভোটার। এ বছর ১২২১জন ভোটার গোপন ব্যালটপেপার এর মাধ্যমে ভোট প্রয়োগ করে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম