কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ-১১, বিএনপি-জামায়াত-৪টি বিজয়ী

কুমিল্লা: কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশন এর ম্যানেজিং কমিটির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত (আ’লীগ সমর্থিত) “আহছান-তাহের” পরিষদ  এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত (বিএনপি-জামায়াত সমর্থিত) “তারেক-মিজান” পরিষদ দুটি প্যানেলে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ১১৫৫জন ভোটারের মধ্যের ১১০৭জন ভোটার ভোট প্রয়োগের মাধ্যমে তাহাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। ভোট গ্রহণ শেষে ওইদিন রাত ১০টায় ভোটগণনা শুরু হয়ে পরদিন শুক্রবার সকাল সোয়া ১০টায় শেষহয়। এরপর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এড. সহিদ উল্লাহ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এড. নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ও এড. আল মাহমুদ সাগর। 

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানাযায়- ওই বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দু’টি প্যানেল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। নির্বাচনে ১৫টি পদের মধ্যে আ’লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি এবং বিএনপি-জামায়াত ৪টিতে বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এড. আহছান উল্লাহ পেয়েছেন ৬২১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. তারেক আব্দুল্লাহ পেয়েছেন ৪৬৭ ভোট, সহ-সভাপতি পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এড. নুরুল ইসলাম পেয়েছেন ৬৫৩ ভোট ও আব্দুল মান্নান পেয়েছেন ৫৬২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. ইয়াকুব আলী পেয়েছেন ৪৫৩ ভোট ও এড. ওহিদুর রহমান সরকার পেয়েছেন ৪৩৫ ভোট, সাধারণ সম্পাদক পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এড. আবু তাহের (২) পেয়েছেন ৫৩২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. খন্দকার মিজানুর রহমান পেয়েছেন ৫১৪ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এড. মোঃ শাহজাহান সিরাজ পেয়েছেন ৫৮১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. ইয়াকুব আলী চৌধুরী পেয়েছেন ৫০৯ ভোট, ট্রেজারার পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এড.  মোঃ আমির হোসেন খান পেয়েছেন ৬৩৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. আব্দুল বাতেন মজুমদার পেয়েছেন ৪৪৯ ভোট, লাইব্রেরি সেক্রেটারি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এড. মোঃ লোকমান আহমেদ পেয়েছেন ৫৭৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. সঞ্জয় কুমার সরকার পেয়েছেন ৫১২ ভোট।
এনরোলমেন্ট সেক্রেটারি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এড. আব্দুস সবুর পেয়েছেন ৬২৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. সৈয়দ শাহীদুল আহসান টিপু পেয়েছেন ৪৪৮ ভোট, আইটি পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এড. এ এম এম মঈন পেয়েছেন ৬৫১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মোহাম্মদ শাহজাহান ভূইয়া পেয়েছেন ৪৫৩ ভোট, রিক্রিয়েশন সেক্রেটারি পদে আ’লীগ সমর্থিত এড. শাহাবুদ্দিন পেয়েছেন ৭২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. কাজী আব্দুল কাইয়ুম মিন্টু পেয়েছেন ৩৪৬ ভোট। সদস্য ৫টি পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এড. আব্দুল হান্নান লিটন ৬২৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন, এড. ওমর খালেদ ৬১৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, তাহমিদা আক্তার সুপ্তি ৫৮৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী এড. ফাহিমা আক্তার ৫৫৬ ভোট পেয়ে চতুর্থ ও এড. মোঃ নুরুল ইসলাম ৫২০ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন, এড. আবু জাফর ৫১৫ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন, এড. কামরুন্নাহার ৫০৮ ভোট পেয়ে সপ্তম হয়েছেন, এড. আব্দুল জলিল ৪৮৯ ভোট পেয়ে অষ্টম হয়েছেন, এড. খোরশেদ আলম ৪৭৫ ভোট পেয়ে নবম হয়েছেন ও এড. মিজানুর রহমান ৪২৮ ভোট পেয়ে দশম হয়েছেন। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে একক স্বতন্ত্র প্রার্থী এড. মোহাম্মদ ইসলাম ইবনে সাইখ পেয়েছেন ৪৪ ভোট।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম