কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১০ মার্চ

কুমিল্লা: আসছে ১০ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচনকে সামনে রেখে জমে ওঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ অথবা তার পক্ষে কোন আইনজীবী বা অন্য কোন ব্যক্তি কোন আইনজীবীর বাসায় কিংবা চেম্বারে ভোটের জন্য বা প্রচারের জন্য যেতে পারবেন না বিধায় সকল ভোটারের দোয়া/আর্শিবাদ ও মূল্যবান ভোট প্রত্যাশায় প্রার্থীদের ক্রমিক নম্বর সম্বলিত লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কিংবা মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাঁটাচ্ছেন প্রার্থীরা।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতি’র অফিস সূত্রে জানা যায়- আসছে ১০ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচনে এ বছর ১৫টি পদে ৩১জন প্রার্থী লড়াই করবেন। এরমধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত (আ’লীগ পন্থি) প্রার্থীরা হলেন সভাপতি পদে অ্যাড. আহছান উল্লাহ্ খন্দকার (যাহার ক্রমিক নম্বর-০১), সহ-সভাপতি পদে অ্যাড. মোঃ আব্দুল মান্নান মজুমদার (ক্রমিক নম্বর-০১)ও অ্যাড. মোঃ নূরুল ইসলাম (ক্রমিক নম্বর-০২), সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ আবু তাহের-২ (ক্রমিক নম্বর-০১), সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. শাহজাহান সিরাজ (ক্রমিক নম্বর-০২), কোষাধ্যক্ষ পদে অ্যাড. আমির হোসেন খাঁন (ক্রমিক নম্বর-০২), লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. সঞ্জয় কুমার সরকার (ক্রমিক নম্বর-০২), এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. সৈয়দ শাহিদুল আহসান টিপু (ক্রমিক নম্বর-০২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক অ্যাড. এ.এম.এম মঈন (ক্রমিক নম্বর-০১) এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি পদে অ্যাড. আব্দুল হান্নান লিটন (ক্রমিক নম্বর-০১), অ্যাড. ফাহমিদা রহমান সুপ্তি (ক্রমিক নম্বর-০৪), অ্যাড. মোঃ জলিল আহাম্মেদ (ক্রমিক নম্বর-০৫), অ্যাড. খোরশেদ আলম (ক্রমিক নম্বর-০৭) ও অ্যাড. মোঃ ওমর খালেদ (ক্রমিক নম্বর-১০)।

অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ, কুমিল্লার মনোনীত (বিএনপি-জামায়াত পন্থী) প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. মোঃ তারেক আবদুল্লাহ্ (ক্রমিক নম্বর-০২), সহ-সভাপতি পদে অ্যাড. মোঃ অহিদুর রহমান সরকার (ক্রমিক নম্বর-০৩) ও অ্যাড. মোঃ এয়াকুব আলী (ক্রমিক নম্বর-০৪), সাধারণ সম্পাদক পদে অ্যাড. খন্দকার মিজানুর রহমান (ক্রমিক নম্বর-০৩), সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ এয়াকুব আলী চৌধুরী (ক্রমিক নম্বর-০১), ট্রেজারার পদে অ্যাড. মোঃ আবদুল বাতেন মজুমদার (ক্রমিক নম্বর-০১), লাইব্রেরী সেক্রেটারি পদে অ্যাড. মোঃ লোকমান আহমেদ (ক্রমিক নম্বর-০১), এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. মোঃ আবদুস সবুর (ক্রমিক নম্বর-০১), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (ক্রমিক নম্বর-০২), রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাড. মোঃ কাজী আবদুল কাইয়ুম মিন্টু (ক্রমিক নম্বর-০১), এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি পদে অ্যাড. মোঃ জাফর (ক্রমিক নম্বর-০২), অ্যাড. ফাহিমা আক্তার (ক্রমিক নম্বর-০৩), অ্যাড. কামরুন নাহার (ক্রমিক নম্বর-০৬), অ্যাড. মিজানুর রহমান (ক্রমিক নম্বর-০৮) ও অ্যাড. নূরুল ইসলাম (ক্রমিক নম্বর-০৯)। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসলাম ইবনে সাইখ (ক্রমিক নম্বর-০২)।

অফিস সূত্রে আরও জানা যায়- ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ সহিদ উল্লাহকে নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহবায়ক এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আল-মাহমুদ সাগর ও এনরোলম্যান্ট সেক্রেটারি অ্যাড. নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলনকে সদস্য করে ০৩ সদস্য বিশিষ্ট ২০২২-২০২৩ইং সেশনের নির্বাচন পরিচালনা সাব-কমিটি গঠন করা হয়। উল্লেখ যে, এ বছর সহ-এনরোলম্যান্ট সেক্রেটারি পদটি বিলুপ্তি করে তদস্থলে তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদটি সৃষ্টি করা হয়। ওই নতুন পদে দু’জন প্রার্থী লড়াই করবেন। এরা হলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী তথ্য ও প্রযুক্তি সম্পাদক অ্যাড. এ.এম.এম মঈন (ক্রমিক নম্বর-০১) এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ, কুমিল্লার মনোনীত প্রার্থী তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (ক্রমিক নম্বর-০২)।

এদিকে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহবায়ক অ্যাড. মোঃ সহিদ উল্লাহ জানান- আসছে ১০ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচনে ১৫টি পদে ৩১ জন প্রার্থী লড়াই করবেন। গত ১৪ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ সহিদ উল্লাহ এর স্বাক্ষরিত ২৮ পাতা’র চূড়ান্ত ভোটার তালিকানুসারে জানাযায় এ বছর ১১৫৫ (এক হাজার একশত পঞ্চান্ন) জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে সু-চিন্তিত মতামত প্রকাশ করবেন। ১১৫৫জন ভোটারের মধ্যে ১ নম্বর ভোটার হচ্ছে কুমিল্লা বারে ১৯৬২ সনের ৩০জুন যোগদানকৃত প্রবীণ আইনজীবী বদিউল আলম আর চলতি বছর ১৯জানুয়ারিতে যোগদানকৃত নবীণ আইনজীবী আনোয়ার কাদের হচ্ছেন সর্বশেষ ভোটার।

নির্বাচনী বিধিমালা ২০২২-২০২৩ অনুসারে জানাযায়ঃ আসন্ন ২০২২-২০২৩ সেশনের ম্যানেজিং কমিটির ১৯টি বিধিমালার মধ্যে রয়েছে ১) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ অথবা তার পক্ষে কোন আইনজীবী বা অন্যকোন ব্যক্তি কোন আইনজীবীর বাসায়/চেম্বারে ভোটের জন্য বা প্রচারের জন্য যেতে পারবেন না। ২) ১লা ফেব্রুয়ারি হতে ১৫ মার্চ পর্যন্ত কোন আইনজীবী যোগদানের বছর ভিত্তিক ব্যাচ/থানা ভিত্তিক আইনজীবী সমিতির নামে কোন বনভোজন করতে পারবেন না এবং কোন হোটেল/রেষ্টুরেন্ট/কমিউনিটি সেন্টারে নির্বাচন সংক্রান্ত সভা করা যাবে না। ৩) কোন প্রার্থী বা তাহারপক্ষে অন্য কেউ কোর্ট প্রাঙ্গণের প্রধান গেইটসহ ভিতরে কোন ধরনের ব্যানার, ডিজিটাল ব্যানার বা ফেষ্টুন টাঙ্গাতে পারবেন না এবং কোন প্রার্থী বা তাহার পক্ষে নির্বাচনী কোন প্রচার পোষ্টার, ষ্টিকার, কার্ড অথবা নির্বাচনী কোন প্রকার কাগজাদি আদালত অঙ্গণের যে কোন দেওয়ালে টাঙ্গাতে পারবেন না। ৪) নির্বাচনী অফিস ছাড়া কোন স্থানে রেষ্টুরেন্ট/কমিউনিটি সেন্টারে কোন নির্বাচনী সভা করা যাবে না। ৫) আহবায়ক, নির্বাচন পরিচালনা সাব কমিটির অনুমতি নিয়ে ০২ (দুই) দিনি কোর্ট অঙ্গনে মিছিল শো-ডাউন করতে পারবেন। ৬) কোন প্রার্থী কোন ভোটার বা অন্য কাহারো সাথে ভোট বিষয়ে আর্থিক লেনদেন করা যাবে না, করলে এবং সুনির্দিষ্ট অভিযোগসহ প্রমাণিত হলে ভোটার বাতিল এবং প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ৭) নির্বাচন চলাকালীন সময় কোন প্রার্থী বা তারপক্ষের কোন এজেন্ট প্রচারনার ক্ষেত্রে আইনজীবী সমিতির মূল ভবনের প্রবেশ দ্বার হতে অর্থা ৫ ফুট দূরে অবস্থান করবেন। কোন অবস্থাতেই কোন প্রার্থী বা তারপক্ষের নিযুক্তীয় এজেন্ট প্রবেশ পথের সিঁড়িতে অবস্থান করতে পারবেন না এবং সন্মাণিত ভোটারদের চলাচলে বিঘ্ন ঘটাতে পারবেন না। ৮) নির্বাচনের পূর্বের দিন দুপুর ২:৩০ ঘটিকার পর হইতে কোর্ট প্রাঙ্গণে সকল প্রকার মিছিল, মিটিং, শোডাউন করা সম্পূর্ণ নিষিদ্ধ তৎসহ আরো উল্লেখ্য যে, নির্বাচন চলাকালীন সময় আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ পাশের রাস্তায় বিজ্ঞ আইনজীবীগণ ব্যতীত অন্য কোন ব্যক্তি চলাফেরা করিতে পারিবেন না। ৯) কোন ভোটার ভোট কেন্দ্রের বুথের ভিতরে কোন মোবাইল বা ক্যামেরা ব্যবহার করতে পারবেন না এবং ছবি তুলতে পারবেন না। কেউ উক্ত কাজ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১০) কোন সন্মানিত ভোটার কেন্দ্র হতে ব্যালট পেপার নিয়ে কেন্দ্রের বাহিরে আসতে পারবেন না, আসলে উক্ত ভোটারের ভোট ও ব্যালট পেপার বাতিল সহ ভোটারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১১) আইনজীবী সমিতির সদস্য নহে এমন কেহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রচারনায় অংশগ্রহণ করতে পারবেন না। ১২) সুষ্ঠু নির্বাচন পরিচালনার স্বার্থে কোন প্রার্থী বা তারপক্ষের এজেন্ট তারপক্ষের কোন সমর্থক ভোটকেন্দ্রে প্রবেশ করে জাল ভোট প্রদান অথবা কোন রকম বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করতে পারবেন না। ১৩) প্রত্যেক ভোটার ক্রস চিহ্নির মাধ্যমে ভোট প্রদান করবেন। টিক চিহ্ন বা অন্য কোন সংকেতের মাধ্যমে ভোট প্রদান করলে উক্ত ভোট বাতিল বলে গণ্য করা হবে। নির্ধারিত বক্সের বাহিরে ভোট দিলে তা বাতিল হবে। ক্রস চিহ্ন কলামের বাহিরে পড়লে বেশিরভাগ অংশগ্রহণ গ্রহণ করে গননা করা হবে। ১৪) যদি কোন প্রার্থী বা তাহার প্রতিনিধি উল্লেখিত আচরণ বিধি লংঘন করেন তাহা হইলে উক্ত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন পরিচালনা কমিটি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। ১৫) সহ-সভাপতি পদে ২টি ও সদস্য পদে ৫টি ভোট অবশ্যই প্রদান করিতে হইবে। কম বা বেশী হলে ঐ পদের প্রদত্ত ভোট বাতিল বলে গণ্য করা হবে।

ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম