কুমিল্লা: গত ১৬ ডিসেম্বর হতে কুমিল্লার আদর্শ সদর উপজেলাধীন কমলাপুরস্থি শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণে দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় শ্রীমদ্ভাগবত পাঠ, বেদবাণী পাঠ ও অধিবাস কীর্তন, মহাপ্রসাদ বিতরণসহ ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ৩১তম মহোৎসব অনুষ্ঠিত হয়।
এতে নামসূধা পরিবেশন করেন- নোয়াখালী হতে আগত শ্রী বলদেব জিউ সম্প্রদায়, খুলনার শ্রী প্রিয় গোপাল সম্প্রদায়, যশোহর শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, চট্টগ্রাম শ্রী জগন্নাথ সম্প্রদায় ও লক্ষ্মীপুর শ্রী রাম সম্প্রদায়।
উক্ত উৎসবে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য হারাধন শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দূর্গাপুর ইউনিয়ন কমিটির সভাপতি স্বপন কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আমড়াতলী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ স্বপন কুমার মজুমদার ও সদস্য রাখাল সাহা এবং পাঁচথুবী ইউনিয়ন হতে আগত ডাঃ প্রদীপ কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন- উৎসব উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক ডাঃ পরিমল রায় ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা হতে আগত হাজারো ভক্তশ্রোতা।
ফম/এমএমএ/