কুমিল্লায় ১১০ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক 

কুমিল্লা : কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে ১১০ কিজি গাঁজাসহ এক মাদককারবারী কে আটক করেছে পুলিশ। বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান,  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে ৭ টায় খবর পান যে বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের খারেরা গ্রামে গাঁজা নিয়ে এক লোক  অবস্থান করছে।
এসময় কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারের দিকনির্দেশনায়  বুড়িচং থানার ওসি  মোঃ আলমগীর হোসেনের  নেতৃত্বে এসআই বিনোদ দস্তিদার, এস,আই আব্দুল জব্বার এ এস আই আব্দুল্লাহ  সঙ্গীয় ফোসসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া  বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর  খারেরা পূর্বপাড়াস্থ জনৈক আবুল হাসেম, পিতা- মৃত সুরুজ মেম্বার এর সেমীপাকা পরিত্যাক্ত ঘরের উত্তরপাশে বাউন্ডারীর সহিত লাগোয়া অবস্থায় ৫৫টি খাকী কসটেপ মোড়ানো প্যাকেটের ভিতর প্রতিটিতে ০২ কেজি করিয়া মোট ১১০ (একশত দশ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত গাঁজা রাখার অপরাধে আসামী  বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর খারেরা পূর্ব পাড়ার  গ্রামের মৃত্যু সুরুজ মিয়ার ছেলে কবির (৩৮), পিতা- মৃত্যু সুরুজ মিয়ার ছেলেকে আটক করা হয়।
মামলার ঘটনার সাথে  জড়িত বাকী আসামীদের গ্রেপ্তারসহ মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম