কুমিল্লায় রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলনের শেষদিনে অংশ নেন সাড়ে ছয়শত ব্রতী 

কুমিল্লা: দানবীর স্বর্গীয় মহেশ চন্দ্র ভট্টাচার্য মহাশয়ের প্রতিষ্ঠিত কুমিল্লা মহেশাঙ্গণ (ঈশ্বর পাঠশালা) নাট মন্দির প্রাঙ্গণে মহেশাঙ্গণ শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও চলমান কোভিড-১৯ মহামারির কারণে সরকারী নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শিবকল্প মহাযোগী, ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাৎসরিক রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন ব্রত-২০২১ অনুষ্ঠিত হয়। 
মঙ্গলবার (১৬ নভেম্বর ) শেষদিনে অংশ নেন সাড়ে ছয়শত ব্রতী। এ সময় উপস্থিত ছিলেন প্রায় সহস্রাধিক পূর্ণ্যাথী ও দর্শণ্যার্থী। 
উক্ত অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে পেরে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে কুমিল্লাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মহেশাঙ্গণ শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি শ্রী ননী গোপাল পাল ও সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক এবং রাখের উৎসব উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কুমার দাস।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম