
কুমিল্লা : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আটটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত “বীর নিবাস” পাচ্ছেন আরো ১০৯ জন অস্বচ্ছল বীর মুুক্তিযোদ্ধা পরিবার।
এ উপজেলায় সরকারিভাবে এ বাসস্থান তৈরী করা হচ্ছে। এই নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, অস্বচ্ছল মুুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ১ম পযর্যায়ে ১০ জন মুক্তিযোদ্ধা বীর নিবাস পেয়েছেন। বর্তমানে এ উপজেলায় আরো ১০৯ জন মুুক্তিযোদ্ধা অস্বচ্ছল পরিবারের নামে প্রস্তাবনা অনুমোদন পায়।
প্রস্তাবনা পাবার সাথে সাথেই বীর নিবাস নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। ৭৩২ স্কয়ার ফিট প্রতি ইউনিটে থাকছে দুটি শয়ন কক্ষ, দুটি শৌচাগার, বৈঠক ঘর, ড্রয়িং রুম, রান্নাঘর ও সাথে থাকছে বারান্দা। প্রায় ১৪ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে বীর নিবাসের কাজ সম্পন্ন হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও বীর নিবাস প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি (ইউএনও) সোহেল রানা বলেন, সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের বিনামূল্যে জমিসহ ঘর দেবার পর বীর মুক্তিযোদ্ধাদের জন্য একতলা বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। অস্বচ্ছল মুুক্তিযোদ্ধা বা তাদের উত্তরসূরীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষে সরকার এই প্রকল্প হাতে
নিয়েছে। শীঘ্রই আমরা মুক্তিযোদ্ধাদের ঘর বীর নিবাস বুঝিয়ে দিতে পারবো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, বীর নিবাস প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বীর নিবাস উদ্বোধন করবেন। আগামী তিন মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফম/এমএমএ/