কুমিল্লায় ভাত ও ভোটের অধিকার আদায়ে  সিপিবি’র বিক্ষোভ

কুমিল্লা : শনিবার কুমিল্লাা কমিউনিস্ট পার্টির উদ্যোগে মহানগরীর পূবালী চত্বরে গণ অবস্থান-বিক্ষোভ করেন।
কর্মসূচির মধ্যে ছিল  টিসিবি’র গাড়ি-দোকানের সংখ্যা বৃদ্ধি স্থায়ী রেশনিং ব্যবস্থাও ন্যায্যমূল্যের দোকান চালু,ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন -বকেয়া -বোনাস পরিশোধ এবং ভাত ও ভোটের অধিকার আদায়ে  গনসংগ্রমকে অগ্রসর করে নেওয়ার জন্য গন অবস্থান ও বিক্ষোভ। কুমিল্লা পূবালী চত্বরে গণ- অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী। 
জেলা সাধারণ সম্পাদক এড. অশোক দেব জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমরেড পরেশ কর,  কমরেড বিকাশ দেব,  বীর মুক্তিযোদ্ধা কমরেড খলিলুর রহমান বাংগালী,  কমরেড শহীদুল ইসলাম, কমরেড মিজানুর রহমান প্রমুখ।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম