কুমিল্লা : বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা মহানগর যুবলীগের বর্ধিত সভায় যাওয়ার প্রাক্কালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও বিশাল পথসভা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর (ডুবাইর চর) সৈয়দপুর হোটেল নূর মহলে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা যুবলীগ নেতা ও সাবেক ভিপি কামরুল হাসান শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা মোঃ আব্দুস ছোবহান খন্দকার সেলিম, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা যুবলীগ নেতা শাহজালাল মজুমদার, কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ওও জেলা যুবলীগ নেতা গাজী রিয়াজ মাহমুদ, এনামুল হক মিঠুসহ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলার মধ্যে চৌদ্দগ্রাম, লাঙ্গলকোট, কুমিল্লা সদর, লালমাই, বরুড়া ও বুড়িচং, ব্রাক্ষণপাড়াসহ উপজেলার আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/