চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ কুমিল্লার মাদকব্যবসায়ী মো. ইমরান হোসেন (৩৫) গ্রেফতার হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানিয়াচৌ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইমরান কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বড় ধর্মপুর গ্রামের আব্দুল খালেক বাড়ীর মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, আজ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন এর নেতৃত্বে এসআই নাজমুল হাসান, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সকালে সাড়ে ৮টায় দিকে উপজেলার বানিয়াচৌ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সরকারী যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর সিএনজি গাড়ী তল্লাশী করে আসামী মোঃ ইমান হোসেনকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদক আইনে মামলা হয়েছে। পরবর্তী তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
ফম/এমএমএ/