
কুমিল্লা : “আমরা কন্যাশিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, শিক্ষা অফিসার সেলিম মুন্সী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মদ, তথ্য আপা মনিরা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরিচালনা করেন কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক নিকেল ও জেন্ডার প্রোমোটর জাকিয়া সুলতানা।
ফম/এমএমএ/