কুমিল্লার বুড়িচংয়ে ঈদ-এ-মিলাদুনবী (সাঃ) উদযাপন

কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে ঈদ-এ-মিলাদুনবী (সাঃ) উপলক্ষে ফকিরবাজার মাশরা রেজভীয়া দরবার শরীফের আয়োজনে আলোচনা সভা, দোয়া মুনাজাত ও জশনে জুলছে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বুড়িচংয়ের ফকিরবাজার মাশরা রেজভীয়া দরবার শরীফ প্রাঙ্গনে সভা ও দোয়া মুনাজাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা- ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবদুল হাশেম খান।

রেজভীয়া দরবার শরীফের পীর কেবলা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী আল কাদরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা রেজভীয়া দরবার শরীফের খাদেম কাজী আবদুল মালেক রেজভী, জেলা রেজভীয়া দরবার শরীফের সাবেক সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন রেজভী, ইউপি চেয়ারম্যান আবদুল করিম, গাজী ফারুক হোসাইন রেজভী, মুফতী শহিদুল্লাহ রেজভী সুন্নী আল কাদরী, মুফতী আবু কাউছার রেজভী, মোঃ আলমগীর হোসেন রেজভী, মোঃ খাইরুল আমীন রেজভী, আবদুস ছালাম রেজভী, মোঃ শাহজাহান রেজভী, মোঃ মিজানুর রহমান রেজভী।

পরে একটি জশনে জুলছে র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম