
কুমিল্লা: কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বিজ্ঞ এডভোকেট আবুল হাসেম খান ও নবাগত আইনজীবীদের সংবর্ধনা দিলেন কুমিল্লা ইয়াং ল’ইয়াস এসোসিয়েশন।
রবিবার (৩ অক্টোবর) বেলা ২টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- কুমিল্লা ইয়াং ল’ইয়াস এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আব্দুল সাত্তার এবং সঞ্চালনা করেন- কুমিল্লা ইয়াং ল’ইয়াস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ জিয়াউল হাসান চৌধুরী (সোহাগ)।
ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বিজ্ঞ এডভোকেট আবুলল হাসেম খান এবং প্রধান অতিথি বাংলাদেশ বার কাউন্সিল ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান এডভোকেট এ. এফ. এম রুহুল আনাম চৌধুরী মিন্টু এবং বিশেষ অতিথি কুমিল্লা জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, জিপি এডভোকেট তপন বিহারী নাগ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লা ইয়াং ল’ইয়াস এসোসিয়েশনের উপদেষ্টা এডভোকেট মোঃ আহসান উল্লাহ খন্দকার, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান, এডভোকেট সৈয়দ নূরুর রহমান ও এডভোকেট হারুনুর রশিদ এবং কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি এডভোকেট আমজাদ হোসেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন- কুমিল্লা ইয়াং ল’ ইয়ার্স এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ও নবাগত আইনজীবীগণ।
ফম/এমএমএ/