
কুমিল্লা: কুমিল্লার বৃহত্তম ঈদগাঁহ ময়দান বুড়িচং- ব্রাহ্মণপাড়া দরিয়ার রাড় ঈদগাঁহ কমপ্লেক্সে সকাল ৮ টায় পবিত্র ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হবে। দরিয়াড় পাড় ঈদাগাঁহ কমপ্লেক্স এর ময়দানে রোববার বিকেলে আসন্ন ঈদুল আযহা’র জামাত, নামাজ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম বিষয়ে ঈদগাঁহ কমপ্লেক্স কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কুমিল্লার সর্ববৃহৎ এই ঈদ গাহে জামাতে নামাজ পড়বে লক্ষাধিক মুসল্লী। সভায় সভপতিত্ব করেন দরিয়াড় পাড় ঈদগাঁহ কমপ্লেক্স এর সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যন।
ঈদগাঁহ কমিটির সাধারণ সম্পাদক জাবেদ কাউসার সবুজ সাবেক চেয়ারম্যন এর তত্তাবধানে অনুষ্ঠিত সভার সহ সভাপতি মনির হোসেন চৌধুরী চেয়ারম্যন এর পরিচালনায় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদের দিন সকাল ৮ টায় ঈদ-উল আযহার নামাজ অনুষ্ঠিত হবে মর্মে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
দুর দূরান্ত থেকে আগত মুসুল্লীরা যেন যথাসময়ে এবং নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারে সে পরিবেশ সৃষ্টিতে সভায় আলোচনা হয়। সভা শেষে ঈদগাঁহ কমপ্লেক্স এর সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যন উপস্থিত সদস্যদের নিয়ে দরিয়ার পাড় ঈদগাঁহ কমপ্লেক্স এর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
জামাতে ঈদের নামাজ আদায় করবেন কুমিল্লা – ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার শরীফ মাহমুদ অপু, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের , উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করবেন।
ফম/এমএমএ/