কুমিল্লার খ্যাতিমান হোমিও চিকিৎসক ডাঃ প্রমোদ পাল এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

কুমিল্লা: শুক্রবার (৩ ডিসেম্বর) কুমিল্লা শাসনগাছা গৌর হোমিও হলের স্বত্বাধিকারী প্রখ্যাত হোমিও চিকিৎসক আড়াইওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশানের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট্য দানবীর ডাঃ প্রমোদ পাল এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
তদুপলক্ষে উদয়-অস্ত শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন পরিবেশন করেন সিলেট হতে আগত নব সখী সম্প্রদায়, গোপালগঞ্জ নব দীপাবলী সম্প্রদায় ও কুমিল্লার জয় গোবিন্দ সম্প্রদায় এবং মধ্যাহ্নে আগত ভক্তশ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- আড়াইওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি স্বপন দত্ত, সাধারণ সম্পাদক অসিত পাল, কোষাধ্যক্ষ ডাঃ খোকন নন্দী, শাসনগাছা জিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ কানু বিকাশ দে ও জননী মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ আশীষ কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, সাংবাদিক অশোক বড়ুয়া, পুলিশলাইন গৌরাঙ্গ হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ নারায়ণ চন্দ্র পাল, রেইসকোর্স গজেন্দ্র হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ প্রান্তোষ দত্ত, হিউম্যান ডায়াগনস্টিক এন্ড হসপিটালের স্বত্বাধিকারী স্বপন চন্দ্র দাশ, ডাঃ মধুসূদন রায়, দন্ত চিকিৎসক ডাঃ প্রদীপ চক্রবর্তী, দন্ত চিকিৎসক ডাঃ প্রদীপ দেবনাথ, শিক্ষক শ্রীকৃষ্ণ চন্দ্র সরকার, বাবু অজিত বর্মণ ও ডাঃ স্বপন মজুমদারসহ আড়াইওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
কুমিল্লার খ্যাতিমান হোমিও চিকিৎসক ডাঃ প্রমোদ পাল এর ১ম মৃত্যু বার্ষিকীতে জেলা বিভিন্ন উপজেলার প্রায় দশ হাজার ভক্ত-শ্রোতার মিলন মেলা ঘটে।
উল্লেখ্য, কুমিল্লার খ্যাতিমান হোমিও চিকিৎসক ডাঃ প্রমোদ পাল ২০২০ সালের ১২ মে ইহজগৎ এর মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম