‘কিশোর গ্যাং প্রতিরোধে জনপ্রতিনিধিদেরও দায়িত্ব নেয়া দরকার’

চাঁদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

চাঁদপুর : চাঁদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুলাই) সকালে চাঁদপুর জেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক কিশোর গ্যাং প্রসঙ্গে বলেন, আমরা প্রায় সসয়ই দেখি ছেলে মেয়েরা আড্ডা দিচ্ছে। জনপ্রতিনিধিরা এক্ষেত্রে দায়িত্ব নেয়া দরকার। আমরা চাইলে আইন প্রয়োগ করতে পারি না। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। কমপ্লিন করেই আমরা আমাদের দায়িত্ব শেষ না করে কাজটিকে সুন্দরভাবে সম্পন্ন করতে হবে।
জেলা প্রশাসক নারী নির্যাতন ও ইভটিজিং নিয়ে বলেন, পুরান বাজার ব্রীজের উপরে নজরদারি রাখতে হবে। গ্রাম আদালত কার্যক্রম গুলো সঠিকভাবে কাজ করলে ছোটখাটো অপরাধ অনেকটাই হ্রাস পাওয়া যাবে। বাজার মনিটরিং নিয়ে সকলকেই নিয়মিত মনিটরিং বা অভিযান করছে।
জেলা প্রশাসক আরো বলেন, এখনকার পরিস্থিতি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। কিশোররা যে যার যার মত করে চলছে। আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো আছে। সবাই মিলে কাজ করলে আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে।
পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, কিশোর গ্যাং কালচারটা দেশের সব জায়গাতেই কম বেশি রয়েছে। চাঁদপুর তার ব্যতিক্রম নয়। সব দায়িত্ব শুধু প্রশাসনেরই নয়, নিজেদেরও নিতে হবে। পরিবাররের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে তার খোঁজখবর নেয়ার দায়িত্ব আপনাদের। প্রশাসন যদি একটি কিশোরকে মামলা দেয় তখন তার ভবিষ্যতটা অন্যরকম হয়ে যাবে। বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে কিশোররা কোথাও আড্ডা দিলে তার ব্যবস্থা নেয়া হবে। ফৌজদারি অপরাধ হলে পুলিশ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান,  মতলব উত্তর পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত পরিচালক এ কে এম দিদারুল আলম প্রমূখ।
সভার শুরুতে আলোচ্য বিষয় নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা।
ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম