চাঁদপুর: শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের আয়োজনে পিতৃতর্পন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে সকল ভক্ত শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরে সমবেত হয়। তারপর সকলে শহরের কবি নজরুল সড়কের চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীতে গিয়ে স্নান করে পিতৃ পুরুষদেরকে স্মরন করে পুরোহিতের সাথে মন্ত্র পড়ে মহালয়া তিথিতে পিতৃ-মাতৃহীনরা তাদের পূর্বপুরুষের স্মরন করে এবং পূর্বপূরুষের আত্মার শান্তি কামনা করে জল পিন্ড প্রদান করেন।
এবছর চাঁদপুরে মন্ত্র পাঠ করান শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তী, অভিজিত চক্রবর্তী অভি।তাদের সহযোগিতা করেন অভিজিৎ আচ্যার্যী। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠিয়ে দেয়া হয় বলে ধকরনা করে । আর প্রয়াত আত্মার যে সমাবেশ হয়, তাহাকে মহালয় বলা হয়।
এ দিন তর্পন করলে পিতৃপুরুষেরা সন্তানদের আশীর্বাদ করেন। এ ছাড়াও এদিনে দেবী দুর্গার বোধন করা হয়, বোধন অর্থ জাগরণ। তাই মহালয়ার পর দেবীপক্ষের (শুক্লপক্ষের) প্রতিপদে ঘট বসিয়ে শারদীয়া দুর্গা পুজার সূচনা করা হয়।
বিগত বছরের ন্যায় এবছর ও চাঁদপুর শ্রীশ্রী কালিবাড়ি মন্দিরের আয়োজনে পিতৃ তর্পন অনুষ্ঠিত হয়। তার্পনে অংশ গ্রহনকারিরা শ্রীশ্রী কালিবাড়ি মন্দিরের অফিস কক্ষে থেকে ৬০ টাকার বিনিময়ে টোকেন সংগ্রহ করে পিতৃতর্পনে অংশ গ্রহন করেছে। এ বছর সনাতন ধর্মাবলম্বী প্রায় কয়েক শতাধিক ভক্ত এ পিতৃতর্পনে অংশ গ্রহন করেছে।
এসময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সদস্য গোবিন্দ সাহা, প্রবীর পোদ্দার, অর্জুন সাহা, কেশব কর, অ্যাডঃবিণয় ভূষণ মজুমদার, সাংবাদিক ফনী ভূষণ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, অজয় মজুমদার, সঞ্জীব পোদ্দার, অ্যাডঃ প্রভাষ চন্দ্র সাহাসহ প্রায় ৩ শতাধিক ভক্ত।
ফম/এমএমএ/