হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকালে কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় অনুমোদিত কমিটির নেতৃবৃন্দের হাতে কমিটির অনুমোদনপত্র তুলে দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম পাটওয়ারী।
এসময় তিনি নবগঠিত নেতৃবৃন্দের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এর আগে এদিন সকালে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক সেলিম খান ৭ সদস্যের এ কমিটির অনুমোদন এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেন।
নবগঠিত কমিটির সভাপতি হলেন মো. আকতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি সেলিম বেপারি, সাধারণ সম্পাদক মো. মামুন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আ. বারেক, সাংগঠনিক সম্পাদক মো. আক্কাছ খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন ও দপ্তর সম্পাদক মো. মনির হোসেন বেপারী।
বিএনপির ওই সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, ঃসাংগঠনিক সম্পাদক এম. এ নাফের শাহ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমাম হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. মানিক মিয়া ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল মজুমদারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে ইউনিয়ন বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন যুবদলের সভাপতি জুয়েল মিজি, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন উপস্থিত ছিলেন।
আলমগীর হোসেন খোকনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা ফখরুল আমিন মজুমদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমরান হোসেন সবুজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মহিন বেপারীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মী।
ফম/এমএমএ/