চাঁদপুর: চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় জেলা কারারে থাকা বন্দিদের করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) চাঁদপুর জেলা কারাগারে কারাবন্দিদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
এ সময় চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. শাহাদাৎ হোসেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন ও কারা তত্ত্বাবধায়ক মো. গোলাম দস্তগীরসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/