কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ মার্চ) সকাল ১১ টায় শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ডাঃ জাওয়াদুর রহমান ওয়াদুদ টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মোঃ মাহাবুবুর রহমান পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, মোঃ আল মামুন পাটওয়ারী।
আরো উপস্থিত ছিলেন  কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর্জা শহিদুল ইসলাম, গভর্নিংবডির সদস্য ও ইউপি সদস্য আবু সাঈদ বেপারী,মোঃ মফিজুল ইসলাম খন্দকার, শিক্ষক -শিক্ষিকা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম