
কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদলা খাদিজাতুল কোবরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় মহান জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।
শনিবার ((২৬ মার্চ) সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মাদ্রাসার আলোচনা সভা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।
মাদ্রাসার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমির হামজা পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাদলা এস এস ফাজিল মাদ্রাসার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. সালেহ আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাদলা ফাজিল মাদ্রাসার সাবেক সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান,বর্তমান গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি আবুল ফারুক মোহাম্মদ আমিনুল হক,মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ, কাদলা খাদিজাতুল কোবরা (রা:) মহিলা মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য ও কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত ফরহাদ,মাদ্রাসার সুপার মাও মোসলেহ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক সরকার ফারুক আহমদ বিএসসি,বিদ্যোৎসাহী সদস্য ও সহ-সভাপতি আবু বকর তপাদার, কাদলা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তাহের, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক কামাল হোসেন মজুমদার প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষক শামীম হোসেন,আব্দুল মান্নান সরকার,মাকসুদা আক্তার লাকী,আ.কাইয়ুম, বাবুল হোসেন পাটওয়ারীসহ মাদ্রাসার শিক্ষক,শিক্ষিকা ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসায় আলোচনা, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি খোরশেদ আলম মজুমদার পক্ষে থেকে ওই মাদ্রাসার দুই কৃতি শিক্ষার্থী মারিয়া জাহান, হোসনা আক্তারকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা করেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকগণ।
ফম/এমএমএ/