চাঁদপুর: বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মচারী ও আওয়ামীলীগের প্রেতাত্মা এবং রেলওয়ের অবৈধ দখলবাজ সোলেমান বাদশা কর্তৃক চাঁদপুর রেলওয়ে কাঁচা কলোনির খেলার মাঠ বন্ধ করে সেখানে বাজার বসানোর বাঁধা প্রদান করায় এলাকাবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ১২ সেপ্টেম্বর চাঁদপুর রেলওয়ে কাঁচা কলোনির খেলার মাঠে।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, সোলেমান বাদশা রেলওয়ের একজন অবৈধ দখলবাজ এবং ভূমিদস্যু। তিনি কয়েক বছর আগে রেলওয়ের বিদ্যুৎ বিভাগের চাকুরি থেকে অবসর গ্রহণ করেছেন। তার দখলে রেলওয়ের কয়েকটি স্টাফ কোয়ার্টার রয়েছে। রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘূষ দিয়ে চাকুরী থেকে অবসর নেয়ার পরেও পূর্বের ন্যায় বর্তমানেও রেলওয়ের কোয়ার্টারে অবৈধভাবে বসবাস করছেন। রেলওয়ের আইন অনুযায়ী কোনো কর্মচারী অবসরে গেলে তাকে সরকারি কোয়ার্টার অবমুক্ত করে তার প্রভিডেন্ট ফান্ডসহ পেনশনের আবেদন করতে হয়। কিন্তু তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দদের সাথে আতাত করে রেলওয়ে কোয়ার্টার দিব্যি অবৈধভাবে ভোগ দখল করে আসছেন।
এছাড়াও তিনি তার রেলওয়ে কোয়ার্টারের পাশে রেলওয়ে বিপুল পরিমাণ জমি জনৈক আনোয়ার হোসেনের কাছে কয়েক লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন।এতে রেলওয়ের অনেক জমি বেহাত হয়ে গেছে। ঘটনার দিন সোলেমান বাদশা রেলওয়ে কাঁচা কলোনির একমাত্র খেলার মাঠটিতে শিশু কিশোরদের খেলাধুলা বন্ধ করে সেখানে অবৈধ বাজার বসাতে যান। এতে এলাকাবাসী বাঁধা দিলে তিনি এলাকাবাসীকে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করেন। এসময় তার নির্দেশে তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা এলাকাবাসীর উপর হামলা করেন। এতে কয়েকজন এলাকাবাসী আহত হন। এদের মধ্যে মাহফুজ পাটওয়ারী বাদশা এবং জুয়েল পাটওয়ারী গুরুতর আহত হন। আহত মাহফুজ পাটওয়ারী বাদশা এবং জুয়েল পাটওয়ারী চাঁদপুর ২৫০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
এলাকাবাসী জানান, রেলওয়ে কাঁচা কলোনির একমাত্র খেলার মাঠ এটি। এখানে প্রতিদিন এলাকার শিশু কিশোররা খেলাধুলা করে। এছাড়াও এলাকায় আর কোন খোলা জায়গা না থাকায় উক্ত মাঠটিতে এলাকাবাসী বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান আয়োজন করে থাকেন। মাঠটিতে বাজার বসানো হলে সেখানে শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হয়ে যাবে, এলাকাবাসী কোন আচার অনুষ্ঠান আয়োজন করতে পারবে না এবং আবাসিক এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হবে।
এলাকাবাসী আরও জানান, অবৈধ দখলদার সোলেমান বাদশা সরকার পরিবর্তনের আগে নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে রেলওয়ের জমি ও কোয়াটার দখল বানিজ্য করে বিপুল পরিমান টাকা কামিয়েছেন। বর্তমান সরকার পরিবর্তনের পর তিনি ভোল পাল্টিয়ে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় আবারো দখল বাণিজ্য চালানো অপচেষ্টা চালাচ্ছেন। সূত্রে আরো জানা যায়, ২০১৭ সালেও উক্ত মাঠে দখলবাজ সোলেমান বাদশা বাজার বসালে তৎকালীন চাঁদপুর পৌরসভার মেয়র বাজারটি অবৈধ এবং খেলার মাঠ হওয়ায় তা বন্ধ করে দেন।
এছাড়াও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ৯ মে ২০১৭ খ্রিস্টাব্দ তারিখের সিইও/গ/উচ্ছেদ/২০০৮ আদেশ বলে উক্ত বাজারটি উচ্ছেদ করার জন্য বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এরপর সেখানে আর বাজার বসানো হয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর ভূমি দস্যু সোলেমান বাদশা নিজেকে বিএনপি নেতা দাবী করে বেশ কয়েকদিন ধরে সেখানে আবারো বাজার বসানো চেষ্টা চালিয়ে আসছেন। এলাকাবাসী জানিয়েছেন আবারো বাজার বসানোর চেষ্টা করা হলে সেখানে যেকোনো বড় ধরনের সংঘর্ষ হতে পারে।
রেলওয়ে কাঁচা কলোনির একমাত্র খেলার মাঠটিকে রক্ষা করা এবং সেখানে কোন ধরনের বাজার না বসানো বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়েসহ স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী জোর দাবিয়েছেন।
ফম/এমএমএ/