চাঁদপুর: হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচ তলায় এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার শীর্ষ আলেম ওলামাগণ অংশগ্রহণ করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এবং প্রফেসর আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন জিহাদী, জেলা গণফোরামের সভাপতি এডভোকেট সেলিম আকবর, জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার সহ প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নূরে আলম, পৌর শাখার সহ -সভাপতি মাওলানা ইয়াসিন, হাজিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোস্তফা হাবিব, কচুয়া উপজেলার সেক্রেটারি সম্পাদক মুফতি শাহজালাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সালাম, মুফতি শাহাদাত হোসেন কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ, মুফতি আবুল কালাম, প্রচার সম্পাদক হাফেজ রশিদ আহমে, সমাজকল্যাণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, জেলা ইমাম পরিষদের কোষাধক্ষ্য মুফতি জাফর আহমেদ, হেফাজতে ইসলাম চাঁদপুর পৌর শাখার সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা জসিম মাহাদী, অর্থ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি শহীদুল্লাহ, সদর উপজেলার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুফতি আশেক এলাহী, সহ প্রচার সম্পাদক হাফেজ কারী শরিফুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নেছার আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতার পূর্বক দোয়া ও মোনাজাতে দেশ এবং দেশের মানুষের কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।