কল্যাণপুরে সম্পত্তি জোরপূর্বক দখল করে প্রাচীর নির্মাণ, হামলার অভিযোগ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দাসদী মিজি বাড়িতে মৃত আব্দুল জলিল মিজির পুত্র হান্নান মিজির ক্রয় কৃত ও পৈত্রিক  ভূমিতে বেশ কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে একই বাড়ির  মৃতঃ আঃ হক মিজির পুত্র রায়হানের বিরুদ্ধে।

অভিযোগকারী আব্দুল হান্নান মিজি জানান, আমরা আমাদের পৈত্রীক ও ক্রয়কৃত সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে শান্তিতে বসবাস করে আসছি। পার্শ্ববর্তী একই বাড়ীর আমার চাচাতো ভাই রায়হান  আমাদের কাউকে কিছু না বলে বেশ কিছু  সন্ত্রাসী  প্রকৃতির লোকজন নিয়ে গত ২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে টিনদিয়ে প্রাচীর নির্মান করে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।  সে মুহূর্তে আমরা বাড়িতে পুরুষ কেহ না থাকায় আমার স্ত্রী নাসিমা আক্তার তাদেরকে বাধা দিতে গেলে আমার স্ত্রী ও সন্তানদের উপর রেদওয়ান তার লোকজন নিয়ে হামলা চালায়। এতে আমার স্ত্রী গুরুতর আহত হয়। তারা আমাদেরকে হামলা করে ক্ষান্ত হয়নি সেই মুহুর্তে ২০/৩০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে  জোরপূর্বক আমাদের বাড়ীর উপর চলাচলের যায়গা দখল করে নেয়। এমনকি উল্টা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে আসছে।

তিনি আরো জানান, রায়হান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই সে মামলার হুমকি ধমকি দেয়। আমরা এই ভূমিতে দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করে আসছি। কিন্তু তারা তখন কোথায় ছিল। আমাদের বাপ চাচারা জীবিত থাকা অবস্থায় যেভাবে ছিলাম বর্তমানে ও আমরা সেইভাবে রয়েছি। কিন্তু হঠাৎ করে কয়েকদিন পর পরই বাড়িতে এসে রায়হান প্রভাব বিস্তার করে  আমাদের সাথে বিরোধ সৃষ্টি করে আমাদেরকে হয়রানি করে আসছে। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছি।

এ সময় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেদওয়ান কে বাড়ীতে না পাওয়ায় তার বক্তব্য নেওয়ার যায়নি।

বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভোক্তভোগী হান্নান মিজির পরিবার।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম