মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মিয়াজী, সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, ওয়ালী উল্লাহ, প্রধান শি¶ক এস এম মামুনুর রশিদ, ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী বেনজির আহমেদ মুন্সী, সমাজ সেবক মোঃ শরীফ উল্লাহ দর্জি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ উল্লাহ সরকার, সমাজ সেবক ফরিদ উদ্দিন সরকার সোহেল, শাহ আলম মাষ্টার, হেলাল উদ্দিন, বাদল, দাতা সদস্য মোহন প্রধান, মামুন পাটোয়ারী মিঠু, মোসাদ্দেক হোসেন শিকদার, সুজন খান, রিপন মিয়া, সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, আরিফুল হক, আয়েশা আক্তার, রুমি আক্তার, ফারহানা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/