কলাকান্দা ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্মৃতিচারণ ও আলোচনা সভা

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২০২২ উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে পাঁচআনী বাহারচরে কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে কলাকান্দা ইউনিয়ন পরিষদ।
৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাসুদ এর সভাপতিত্বে ও ইউপি সচিব শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার শুভা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ তুলে ধরে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ নেতা সোলেমান প্রধান, ৭,৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহানা সুলতানা, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী,সমাজসেবক আশিকুর রহমান ও আঃ রশিদ সরকার,ইউপি সদস্য মেহেদি হাসান প্রমুখ ৷
ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম