মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ২৩ অক্টোবর) বিকালে উপজেলার লতরদি গ্রামে ইউনিয়ন যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান (সিআইপি)।
কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক এসএম মনির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম শ্যামলেন সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক।
আরো বক্তব্য রাখেন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, পৌর যুবলীগ নেতা সোহেল রানা, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, স্থানীয় ইউপি সদস্য মাশরাফি মাসুদ, চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম ইসফাক আহসান বলেন, যুবলীগ ও ছাত্রলীগ হল আওয়ামী লীগের মূল শক্তি, দেশের অতন্ত্র প্রহরী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যান গার্ড হিসেবে কাজ করে যুবলীগ। তাই সারাদেশে যুবলীগ আরো শক্তিশালী হওয়ার জন্য যে কার্যক্রম হাতে নিয়েছে তা অত্যান্ত প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করি মতলব উত্তর যুবলীগ এই কার্যক্রমের মাধ্যমে আরো বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে।
তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে যুবলীগ ও ছাত্রলীগ মাঠে দৃঢ়তার সাথে কাজ করবে। যাতে করে নির্বাচন কেন্দ্র করে বিএনপি জামায়াত কোন নাশকতা সৃষ্টি করতে না পারে। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়ও যুবলীগ ছাত্রলীগকে সর্তক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।
ফম/এমএম/