চাঁদপুর: বাংলাদেশের চলচিত্রে অভিনয় করতে করকাতার জনপ্রিয় অভিনেত্রী হিরোইন কৌশানী এখন চাঁদপুরে পল্লীতে অবস্থান করছেন। তিনি সুদূর ভারত মহাদেশ থেকে আকাশ পথে রাজধানী ঢাকায় আসেছেন গতকাল সোমবার অপরান্নে। এ জনপ্রিয় নায়িকা ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং করতে বাংলাদেশে আসেন। রাজধানী ঢাকার মাটিতে পা’রেখেছেন শান্ত খানের নায়িকা হিসেবে অভিনয় করতে।
আজ মঙ্গলবার তাকে ইলিশের রাজধানী ক্রাত চাঁদপুরে দেখা গেছে। সোমবার রাতেই তিনি শুটিং করতে চাঁদপুরের পল্লীতে এসেছেন বলে শাপলা মিডিয়া থেকে জানা গেছে।
আরো জানাগেছে, এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী। শামীম আহমেদ রনির পরিচালনায় দুটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে।
এ ভারতীয় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন,চাঁদপুরে মাটিতে ।
চলচিত্র সূত্রে জানা যায়, শাহজালাল আন্ত:র্জাতিক বিমানবন্দরে পা রেখে ঢাকায় বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি ভারতিয় অভিনেত্রী চলে আসেন চাঁদপুরে।
পূজন মজুমদারের পরিচালনায় ‘য়িয়া রে’ সিনেমায় সহসাই শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে কৌশানীকে সিনেমায়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানিয়েছেন, বিমান থেকে ঢাকায় নেমেই সোজা চাঁদপুরে চলে আসেন কৌশানী। আগামী কাল বুধবার থেকে চাঁদপুরে শুটিং শুরু হবে। বাংলা ছবির উদীয়মান নায়ক শান্ত খান আগে থেকেই চাঁদপুরে অবস্থান করায় পুরো টিম এখন চাঁদপুরে পল্লীতে অবস্থান নেন। ।’
সিনেমার প্রযোজক সেলিম খান জানান, কৌশানী ঢাকা এসেই সরাসরি চাঁদপুর এসেছেন। এখন চাঁদপুরেই শুটিং স্পটে হবে শুটিংয়ের কাজ। আগামীকাল থেকে পুরোদমে শুটিং করবেন তিনি। এতে তার বিপরীতে থাকবেন নায়ক শান্ত খান। এ প্রথম কৌশানী বাংলাদেশের এসেছেন সিনেমায় অভিনয় করতে।
কৌশানীর সাথে রয়েছেন, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত ,খরাজ মুখার্জি । তারাও এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
ফম/এমএমএ/