কর্মকর্তাদের জনকল্যাণমুখী কাজ করার দিকনিদের্শনা দিলেন পুলিশ সুপার

চাঁদপুর: বুধবার (৩০ আগস্ট) ডিএসবি চাঁদপুর কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ সুপার পরিদর্শন শেষে দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম ও রেজিস্টার সমূহের কার্যক্রমাদি পর্যবেক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্যে দেন।

তিনি বলেন-জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে অগ্রিম তথ্য প্রদান ও নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এছাড়াও সকল প্রকার ভেরিফিকেশন ও তদন্ত রিপোর্ট স্বচ্ছতার সাথে দ্রুত সময়ে প্রদান করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন’সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, ডিআইও-ওয়ান মোঃ মনিরুল ইসলাম, চাঁদপুর’সহ ডিএসবির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম