ফরিদগঞ্জ: দির্ঘ সময় করোনা নামক দানবের সাথে যুদ্ধ করে মৃত্যুর মূখ থেকে ফিরে এলেন বাসদের চাঁদপুর জেলা আহ্বায়ক ও কেন্দ্রিয় নির্বাহী ফোরামের সদস্য (মার্কসবাদ) আলমগীর হোসেন দুলাল। প্রথমেই তিনি মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা ও পরিবার পরিজন, আত্মিয়-স্বজন, বন্ধু বান্ধর ও হিতাকাঙ্খিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দির্ঘ অসুস্থ্যতার পর গত সোববার সকালে তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবে আসলে সংগঠনের সংবাদকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ গণমানুষের এই জনপ্রিয় নেতা সম্প্রতি করোণা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন থাকারপর সুস্থ হয়ে চাঁদপুরে নিজ বাসাতেই ছিলেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ারপর এই প্রথম ফরিদগঞ্জে আসলে তাকে সংবাদকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার শারিরীক খোঁজ খবর নেন।
তিনিও সংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক এমকে মানিক পাঠান, প্রবীর চক্রবর্তী, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, নারায়ন রবিদাসহ সংগঠনের সাথে সম্পৃক্ত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/