
বলিউডের ভাইজান সালমান খানের ‘রাধে’ ছবির গান ও অ্যাকশন দৃশ্যের শুটিং ছিল। করোনাভাইরাসের ভয়ে সে শুটিং বাতিল করা হয়েছে। দোহা কিংবা দুবাই হয়ে আজারবাইজানে যেতে হতো ‘রাধে’ ছবির শুটিং ইউনিটকে। ভাইরাসের এমন প্রকোপের সময় এত বড় শুটিং ইউনিট নিয়ে সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা বাতিল করা হয়েছে। মিড ডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শুটিং ইউনিটের কিছু লোককে আগেই আজারবাইজানের রাজধানী বাকুতে পাঠানো হয়েছিল প্রস্তুতি নেয়ার জন্য। কিন্তু তাদের ভারত ফিরিয়ে আনা হচ্ছে। এখনো অন্য কোথাও সে শুটিং করা হবে বলে ধারনা করা হচ্ছে।
ফম/শাপ/