চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা কমিউনিটি পুলিশের প্রধান পৃষ্টপোষক কামরুল হাসান বলেছেন, কমিউনিটি পুলিশিং টহল সদস্যরা রাতে জনগনের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পুলিশের সহায়ক বাহিনী হিসেবে কাজ করে। কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকর্তা ও টহল সদস্যরা মানুষের জানমালের রক্ষা, মাদক, ইভটিজিং রোধে পুলিশকে সহযোগিতাসহ সামাজিক অবক্ষয় রোধে দায়িত্ব পালন করেন। পুলিশের সাথে জনগনের ঐক্য প্রচেষ্টা ও সেতুবন্ধন কমিউনিটি পুলিশিং এর ভূমিকা অপরিহার্য।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম বিপিএম ও পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয়ক সুদীপ্ত রায়, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডাঃ এসএম শহীদ উল্লাহ ও সাংবাদিক গিয়াসউদ্দিন মিলন।
জেলা কমিউনিটি পুলিশের সহ-সভাপতি ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, জেলা কমিউনিটি পুলিশের সহসভাপতি তমাল কুমার, সাধারণ সম্পাদক সুফী খায়রুল খোকন, চাঁদপুর পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল ও সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, ইন্ডাস্ট্রিয়াল কমিটির সভাপতি সেলিম খান ও মফিজুল ইসলাম সেলিম, পরিবহন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন সরকার, ডিবির অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মহসীন আলম প্রমুখ।
সমাবেশ শেষে র্যালীটি জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
ফম/এমএমএ/