কমিউনিটি পুলিশিং ডে সফল করতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে

চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সদর মডেল থানায় মতবিনিময় সভা

চাঁদপুর: কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ২৯ অক্টোবর চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হতে যাচ্ছে।

 মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে চাঁদপুর সদর মডেল থানার হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ আসিফ মহিউদ্দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, যার যার অবস্থান থেকে কমিউনিটি পুলিশিং ডে  সফলে কাজ করতে হবে। একটি সুন্দর সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। এই জন্য সকলের সহযোগিতার প্রয়োজন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এর সভাপতিত্বে ও  কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোঃ ওয়ালি উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, জেলা কমিটির সভাপতি ডাঃ এ এস এম সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অপারেশন মোঃ ইয়াছিন, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওঃ জামাল হোসেন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, অঞ্চল-১ এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি ও সাধারণ সম্পাদক শাহ মোঃ জাহাঙ্গীর, অঞ্চল-১২ এর সভাপতি মোহাম্মদ নূরু খান ও সাধারণ সম্পাদক মোঃ নরুন্নবী জমাদার, অঞ্চল-১৩ এর সভাপতি ডাঃ এ এস এম মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ফোরকান উদ্দিন খান, অঞ্চল-৭ এর সভাপতি শাহ আলম মল্লিক ও সাধারণ সম্পাদক সেলিম রেজা, অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, বিষ্ণুপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম ঢালী, কল্যাণপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এম এম কামাল, আশিকাটি ইউনিয়ন কমিটির সভাপতি নাজিম উদ্দিন মোঃ জিলান, শাহমাহমুদপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, মৈশাদী ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদ জাহান তুষার, তরপুরচণ্ডী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম কবির গাজী, বালিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বহরদার, বাগাদী ইউনিয়ন কমিটির সভাপতি হাফেজ মোঃ হাসান খান, রাজরাজেশ্বর ইউনিয়ন কমিটির সভাপতি মাওঃ এইচ এম হাবিবুল্লাহসহ বিভিন্ন অঞ্চল ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সহ বিভিন্ন কর্মকর্তাগন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম