কবি ও প্রাবন্ধিক এস ডি সুব্রত’ র জন্মদিন

আজ ৩১ শে অক্টোবর কবি ও প্রাবন্ধিক এস ডি সুব্রত ‘র জন্মদিন । কবি বেড়ে উঠেছেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সরসপুর গ্রামে। শিক্ষা জীবনের বেশিরভাগ সময় কেটেছে চাঁদপুর ।ইলিশখ্যাত রুপসী চাঁদপুর এর কবি ও লেখকদের সংস্পর্শে সাহিত্যের যাত্রা ।
২০০০ সালে চাঁদপুর এর স্থানীয় পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে পত্রিকায় লেখালেখি শুরু । চাঁদপুর এর স্থানীয় দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনসমুহে নিয়মিত লেখালেখি করছেন সেসময় । বর্তমানে সুনামগঞ্জ , সিলেটের স্থানীয় পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকা , বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক দৈনিক এবং দেশের বাইরে ভারতসহ বিভিন্ন দেশের পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। এস ডি সুব্রতর লেখালেখির প্রধান বিষয় কবিতা ।
এছাড়া ইংরেজি কবিতা গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গান লিখেন। তার প্রকাশিত গ্রন্থ: ১. ফেলছ কি চোখের জল (কাব্যগ্রন্থ- বইমেলা ২০১৬, মুক্তদেশ প্রকাশনী); ২. কেন মেঘ জমে (কাব্যগ্রন্থ-বইমেলা ২০১৯, উড়াল প্রকাশ); ৩. শিরোনামহীন (কাব্যগ্রন্থ-বইমেলা ২০২০, উড়াল প্রকাশ,); ৪. অবশেষে কথা রাখোনি (উপন্যাস-বইমেলা ২০২০, চৈতন্য প্রকাশ); ৫. Nomadic Life (poem- Book Fair 2020, উড়াল প্রকাশ); ৬. বৃষ্টির নূপুর (কাব্যগ্রন্থ-বইমেলা ২০২১, উড়াল প্রকাশ); ৭. অজান্তিকা (ছোট গল্প- বইমেলা ২০২১, উড়াল প্রকাশ); ৮. বাংলা ভাষা ও সাহিত্য (প্রবন্ধ-বইমেলা ২০২১, চৈতন্য প্রকাশ)। পুস্তিকা: ১. হাওরবাসীর কান্না (২০১৭)। যৌথ কাব্যগ্রন্থ: ১. ভাটিকন্যা (২০১৯, উড়াল প্রকাশ)। কবি এস ডি সুব্রত’ সম্পাদনায় শ্রীঘ্রই বের হচ্ছে ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ” দাড়াইন” ।কবির জন্মদিনে রইল শুভ কামনা।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম