
—কবি মোঃ সালাহ্উদ্দিন হাজরা
শৈশব কৈশোর চলে যায় হাত নেড়ে
যুবক থেকে বৃদ্ধ হলে ঘুম ভাঙ্গে
চেয়ে দেখে মনের বয়স বাড়েনি একটুও
মানব খোলসটা লক্কড় ঝক্কর ট্রেন
শুধুই স্টেশন পাড়ি দিয়ে সামনে চলে
শেষ স্টেশনের দিকে।
সাপের মতো খোলস পালটিয়ে
শৈশবে ফিরে যাওয়ার ইচ্ছেটাও
মাথাচাড়া দেয় খুব
মানব খোলস নতুন খোলস জন্ম না দেয়ার
চুক্তিতে আবদ্ধ হয়ে এসেছে ধরাতে
তাই খোলস আর পালটানো হয় না।
ধীরে ধীরে মানব খোলস লক্কড় ঝক্কর ট্রেন
নিষ্ক্রিয় আবদ্ধ জলাশয়ের মতো স্থবির হয়ে পড়ে
জীবন যৌবনে ভাটা পড়ে
মন তবুও উদীয়মান সূর্যের মতো জ্বলে
তেজি ঘোড়া হয়ে মানব দেহ লক্কড় ঝক্কর ট্রেনকে
জাগিয়ে তোলে ক্ষণিকের জন্য
আবার লজ্জাবতী মানব দেহ
লক্কড় ঝক্কর ট্রেন নেতিয়ে পড়ে
কালের জরাজীর্ণ বিষাক্ত ছাপ পড়ে ট্রেনের গায়
মানব ট্রেনের ইঞ্জিনে করুণ সুর বাজতে থাকে।
ঝুলে যায় চামড়া খসে পড়তে চায় দেহ
মাধ্যাকর্ষণ শক্তির তীব্র আকর্ষণ অনুভূত
বুঝে না কেহ
নিচে দেহ উপরে প্রাণ মন সত্তা
যাওয়ার জন্য উদগ্ৰীব
বয়সের হাতুড়ির আঘাতে বিদায় নেয়
নতুন খোলসের ভেতর ঢুকবে বলে।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু) চাঁদপুর’ গ্ৰুপ।
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০