—কবি মোঃ সালাহ্উদ্দিন হাজরা
বৃক্ষ উদ্বাস্তু চোখে দেখছে কালের সাক্ষী,
ফণা তুলে ছিল জল ঝড় বৈশাখী।
দুই পার গিলে খেয়েছে ভয়ংকর নদী,
মহামারির ছোবলে লাশের পাহাড় গাদি।
ছালের ভাঁজ চামড়ায় নিরেট বৃদ্ধ,
মানব বৃক্ষ নিয়তির সাথে করছে যুদ্ধ।
দুইয়ে কত মিল বক্ষ চলন বিল,
বহে গেছে কালের জাঁতাকল চিল।
শতাব্দী দেখেছে আকাশ ছোঁয়া পাহাড়,
মেঘের গর্জন যেন ছুটে আসা ষাঁড়।
মরুভূমি সেও কম নয় পুড়ে ক্ষত,
প্রখর সূর্যের তাপে পুড়ছে অবিরত।
ইতিহাসের মূল্যবান উপকরণ,
দেহ জুড়ে লেপটে আছে বীভৎস ক্ষণ।
খুঁচালেই বের হবে অজানা তথ্য,
বুকের গভীরে রয়েছে প্রত্নতত্ত্ব।
হয়তো মহাকাল ভাসিয়ে নিয়ে যাবে,
কালের হৃৎপিণ্ডে ঠিকই টিকে রবে।
তথ্যের কবর থেকে তথ্য উদ্ধার,
প্রত্নতাত্ত্বিক খনন চলবে বার বার।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ।
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০